লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়ায় অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে শের আলী স্টোরের মালিক মো. তাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট রোডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ শাহজাহান।
তিনি জানান, অনুমোদনবিহীন কয়েল বিক্রয় ও বাজারজাত করায় শের আলী স্টোরের মালিক মো. তাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. মাহফুজুর রহমান সহযোগিতা করেন।












