আরিফুল ইসলাম রিফাত »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি একে এম আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ (জনি) কে ফুল দিয়ে বরণ করেছে ছাত্রলীগের নেতৃবৃন্দরা।রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার পদুয়া পৌঁছালে ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।
সেখান থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করেছে নেতাকর্মীরা।এতে নবগঠিত কমিটি, দক্ষিণ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময়, নেতৃবৃন্দরা উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে চুনতির শাহ হাফেজ আহমদ (র.আ.) প্রকাশ শাহ সাহেব কেবলার মাজার, প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন বীরবিক্রম এর কবর, এবং আল্লামা ফজলুল্লাহ (র.আ.) কবর জেয়ারত করেন।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর এ কে এম অাসিফুর রহমানকে সভাপতি ও এরাশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু তাহের।এরআগে ২০১৩ সালে রিদওয়ানুল হক সুজনকে আহবায়ক ও চার জনকে যুগ্ম আহবায়ক করে উপজেলা ছাত্রলীগের কমিটি দেয়া হয়।ওই কমিটি ২০১৮ সালে বিলুপ্ত ঘোষণা করা হয় বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
বাংলাধারা/এফএস/এআর













