লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা এবং বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরোত্তণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (৭ই মার্চ) দুপুর ৩টায় মডার্ণ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আরেফিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এস এম ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং ৯ ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, রাজনৈতিক, পুলিশ কর্মকর্তা সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এআই













