৮ নভেম্বর ২০২৫

লোহাগাড়া সদর ইউপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লোহাগাড়া প্রতিনিধি »

লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা সদর ইউপির চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু, থানার ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ