৮ নভেম্বর ২০২৫

লো-স্কোর ম্যাচে ঢাকাকে হারিয়ে দুরন্ত সূচনা চট্টগ্রাম বিভাগের

জাতীয় নারী টি-২০ ক্রিকেট লীগ শুরু

জাতীয় নারী টি-২০ ক্রিকেট লীগ ২০২৫–২৬ মৌসুমে দুরন্ত সূচনা করেছে চট্টগ্রাম বিভাগ। শনিবার সাভারের বিকেএসপি মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ঢাকা বিভাগকে ২০ রানে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে তারা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিভাগ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮১ রান। দলের পক্ষে তাজ নেহার সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া একা মল্লিক ও হাবিবা পিংকি যথাক্রমে ১৪ ও ১২ রান যোগ করেন। ঢাকার বোলারদের মধ্যে জেরিন লাবণ্য ২টি এবং নিশীতা ও খাদিজা ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা বিভাগ। ওপেনার মুরশিদা (১৭) ও মিডল অর্ডারে ফারজানা (১৫) কিছুটা প্রতিরোধ গড়লেও চট্টগ্রামের বোলারদের নিখুঁত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি তারা।

চট্টগ্রামের বাঁহাতি স্পিনার মেহেরুন্নেসা জয়া দুর্দান্ত বোলিং করে ৩ ওভারে মাত্র ৫ রানে নেন ৩ উইকেট। অধিনায়ক ফাহিমা খাতুনও দারুণ সহায়তা করেন ৪ ওভারে মাত্র ৭ রানে নেন ২ উইকেট।

চমৎকার পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন মেহেরুন্নেসা জয়া।

আরও পড়ুন