২৪ অক্টোবর ২০২৫

শঙ্খনদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পর মিললো যুবকের মরদেহ

চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তে অবস্থিত শঙ্খনদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ করিম (২১)–এর মরদেহ প্রায় ২৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নদীতে ডোবার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না; অবশেষে একই স্থানে মরদেহটি ভেসে উঠে।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শঙ্খনদীর সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, মোহাম্মদ করিম গতকাল সোমবার দুপুরে ভাত খাওয়ার পর স্থানীয় ৩-৪ জনসহ শঙ্খনদীতে গোসল করতে নামে। এসময় তারা নদীতে বেশ কিছুক্ষণ সাঁতরানোর পর বাকিরা কূলে উড়তে পারলেও নদীতে ডুবে যায় করিম। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা হাতা জাল নিয়ে নদীতে নেমেও তাকে উদ্ধার করে আনতে পারেনি।

পরবর্তীতে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম নগরী থেকে আসা একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। ওইদিন সন্ধ্যা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করতে পারেনি। অবশেষে ঘটনার ২৩ ঘন্টা পর ডুবে যাওয়া স্থানেই লাশটি ভেসে উঠলো।

ডুবে যাওয়া যুবক মোহাম্মদ করিম কক্সবাজার জেলার উখিয়া ট্যাংখালি ক্যাম্প নং- ১৩ এ বসবাসকারী মোহাম্মদ হোসেনের ছেলে। সে বিগত দেড় মাস আগে পূর্ব কাটগড় গ্রামের শাহেদ নামের একজনের মুরগি খামারে চাকরি করতো।

আরও পড়ুন