৮ ডিসেম্বর ২০২৫

শতাধিক শিবির নেতা-কর্মীকে আসামি করে মামলা

মিরসরাই প্রতিনিধি »

মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় দলটির দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। পুলিশের মতে আটক শিবিরকর্মী হাসিবুল হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে ৪৬ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালের ঘটনায় রাত ১০টা দিকে স্থানীয় জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট ছয়টি ধারায় মামলাটি দায়ের করেন।

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, শিবিরের হামলার ঘটনায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক থেকে দেড়শ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনসহ ছয়টি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন।

https://bangladhara.com/news/123165

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) ইফতেখার হাসান জানান, ঘটনার সময় আটক হওয়া শিবির ক্যাডার হাসিবুলের দেয়া তথ্য অনুযায়ী ৪৬ জনের পরিচয় আমরা পেয়েছি। বাকিদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল বের করে। এসময় তারা স্থানীয় দুর্গাপুর ইউনয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনিস রিফাত ও যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খানের ওপর হামলা চালায়। এসময় আহত অবস্থায় হাসিবুল হাসান নামের এক শিবিরকর্মীকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন