৭ নভেম্বর ২০২৫

শনিবারও খোলা থাকবে চট্টগ্রাম শিক্ষাবোর্ড

এইচএসসি

বাংলাধারা প্রতিবেদক »

আগামী ২৪ জুন শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এতে পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী শনিবারও (১৮ জুন) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ জুন) এক এক বিজ্ঞপ্তিতে কর্মকর্তা-কর্মচারীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি পরীক্ষা-২০২২ উপলক্ষে আগামী ১৮ জুন (শনিবার) শিক্ষাবোর্ড খোলা থাকবে।’

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ