পটিয়া প্রতিনিধি »
শপথ নিলেন পটিয়া পৌরসভার পৌর মেয়র, ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর।
বুধবার (১০ মার্চ) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সন্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এই শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণে অংশ নেন নব নির্বাচিত পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, ১নং ওর্য়াডে মোহাম্মদ নাছির , ২নং ওয়ার্ডে রুপক কুমার সেন , ৩নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন আজাদ , ৪নং ওয়ার্ডে গোফরান রানা , ৫নং ওয়ার্ডে জসিম উদ্দিন , ৬নং ওয়ার্ডে শফিউল আলম , ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন বেলাল , ৮নং ওয়ার্ডে সরওয়ার কামাল রাজিব , ৯নং ওয়ার্ডে শেখ সাইফুল ইসলাম ।
সংরক্ষিত মহিলা আসন রহিমা খাতুন (১,২,৩), বুলবুল আকতার, (৪,৫,৬), ইয়াছমিন আকতার চৌধুরী, (৭,৮,৯) ফেরদৌস বেগম।
এর আগে গত ১৪ই ফেব্রুয়ারী পটিয়া পৌরসভা নির্বাচনে তারা বিজয়ী হন।
বাংলাধারা/এফএস/এআর













