বাংলাধারা প্রতিবেদন »
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মোছলেম উদ্দিন আহমদ। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
সোমবার (২০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে মোছলেম উদ্দিন আহমদকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এমপি, আবু রেজা মোহাম্মদ নেজানমুদ্দীন নদভী এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, খালেদা খানম এমপি ও চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাসির উদ্দীন উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছরের ৭ নভেম্বর হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল। তার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ১৩ জানুয়ারি নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪৭ বছর পর চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
				












