১৬ ডিসেম্বর ২০২৫

শপিং করতে গেলেও দেখাতে হবে ‘মুভমেন্ট পাস’!

বাংলাধারা প্রতিবেদন  »

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশব্যাপী চলমান লকডাউনের ভেতরেই আগামী রবিবার (২৫ এপ্রিল) থেকে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও ক্রেতা-বিক্রেতা সবাইকে দেখাতে হবে ‘মুভমেন্ট পাস’।

পুলিশ সদরদপ্তরের একটি সূত্র জানিয়েছে, বাড়ি থেকে বের হলে যেমন সবাইকে মুভমেন্ট পাস দেখাতে হচ্ছে, একইভাবে ক্রেতা-বিক্রেতাদেরও মুভমেন্ট পাস দেখাতে হবে। এছাড়া অন্যকোনও তথ্য প্রয়োজন হলে তা গণমাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে,  আগামী রবিবার থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের নির্দেশনার ধারাবাহিকতায় ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ