২৪ অক্টোবর ২০২৫

শবে বরাতের পবিত্রতায়: ফুটপাতে এক মায়ের কুরআন পাঠ

চট্টগ্রামের ব্যস্ত নগরজীবনের এক প্রান্তে, পাহাড়তলী বাসস্ট্যান্ড এলাকায় বাস করেন শাহনাজ বেগম। জীবন তাকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে, কিন্তু হাল ছাড়েননি তিনি। দুই সন্তানের মধ্যে এক সন্তান নগরের জামিয়া সুন্নিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। আর তার লেখাপড়ার খরচ চালানোর জন্য শাহনাজ বেগম নির্ভর করেন মানুষের দয়া ও করুণার ওপর।

আজ পবিত্র শবে বরাতের রাতেও, চট্টগ্রামের টাইগারপাস এলাকায় ফুটপাতের এক পাশে বসে আছেন তিনি। মাথায় সাদা ওড়না, সামনে খোলা রয়েছে পবিত্র কুরআন। এই অন্ধকার রাতেও তিনি আলোর সন্ধানে, ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিকতায় নিজেকে সঁপে দিয়েছেন। শবে বরাতের রোজা রেখেছেন তিনি, তার কষ্টের ভেতরেও এক ধরনের শান্তি যেন ছড়িয়ে পড়েছে।

রাস্তার আলো কম, পথচারীদের কেউ কেউ একপলক তাকিয়ে চলে যান। কিন্তু শাহনাজ বেগম একাগ্র মনে কুরআন পড়ছেন, যেন জীবনের সব কষ্ট ভুলে গেছেন। তার এই সংগ্রাম শুধুই টিকে থাকার নয়, বরং সন্তানের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়।

এই দৃশ্য আমাদের চোখে আনে এক গভীর উপলব্ধি, অভাব-অনটনের মাঝেও কেউ কেউ আশার আলো হাতে নিয়ে এগিয়ে যান। সমাজের কাছে শাহনাজ বেগম শুধু একজন অসহায় মা নন, বরং তিনি এক অনন্য প্রতীক সংগ্রামের, আত্মত্যাগের এবং অফুরন্ত মমতার।

আরও পড়ুন