শাহ আব্দুল্লাহ আল রাহাত »
ফুটবলের মতো ক্রিকেটের গল্পে হলুদ রঙের জার্সিতে ক্রিকেট অষ্ট্রেলিয়ার যে অর্জন সেটি কেবল অজিদের পেশাদারিত্ব কিংবা সৌখিনতাকে সমৃদ্ধ করেনি বরং আধিপত্যের তালিকায় তাদের রাজত্ব ঠিক যেন ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মতোই।
যেখানে সব মিলিয়ে এই ভূ-খন্ডের বয়স সবেমাত্র অর্ধ শতক আর সেখানে শুধু ক্রিকেট অস্ট্রেলিয়ার বয়স ১০০ বছরেরও বেশী। গত ৬ বছরে বিশ্ব ক্রিকেটে নিজেদের সার্মথ্যের প্রমাণ দিতে থাকা বাংলাদেশ ক্রিকেট দলে কিংবদন্তীর আগমনের আক্ষেপ টা মোচন হয়ে হয়েছে হয়তো। তাইতো হোম ক্রিকেটে বাংলাদেশ এখন যেকোনো ফরম্যাটে শক্ত প্রতিপক্ষ। তবে কোভিড সুরক্ষা নাকি বাংলাদেশ বলেই এত শর্তের বেড়াজাল, ক্রিকেট অষ্ট্রেলিয়ার।
টোকিও অলিম্পিক, কোপা আমেরিকা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর কিংবা বিশ্বের ক্রীড়া আসরগুলোতে এত শর্তের বেড়াজাল দৃশ্যমান ছিলো কিনা সেটি ঠিক জ্ঞানের ভান্ডারে না থাকলেও হলফ করে বলা যায় বাংলাদেশ সফর নিয়ে এত সব কন্ডিশন কেবলই বাড়াবাড়ি।
তবুও বিসিবি অষ্ট্রেলিয়ার সব শর্ত মেনে নিতে হয়েছে রাজি। কারণ, ২২ গজের যুদ্ধে আমরাও লড়তে জানি।
টানা তিন ম্যাচে অজি বধের গল্পে সিরিজটা জিতা হয়েছে, জবাবটা দেওয়া হয়েছে। ঘরের মাঠে শর্ট ফরমেটের ক্রিকেটে ইতিহাস গড়েছে মাহমুদল্ল্যাহরা। সাকিব, মোস্তাফিজ, নাসুম, আফিদের দাঁতভাঙ্গা জবাবে নাস্তানাবুদ মেথউ ওয়েড, মার্শ, স্টার্করা।
বাংলাধারা/এআই













