২৮ অক্টোবর ২০২৫

শহরে ফিরছে মানুষ; সামাজিক দুরত্বের ধার ধারছে না কেউ

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই চট্টগ্রাম শহরমুখী মানুষ আবার কর্মস্থল অভিমুখে ছুটতে শুরু করেছেন। শনিবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে স্টেশনে দক্ষিণ চট্টগ্রামের পোশাকশ্রমিকসহ মানুষের প্রচুর ভিড় দেখা গেছে।

কিন্তু পরিবহন সেবা বন্ধ থাকার কারণে এসব মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, সেখানে কেউ তার ধার ধারছেন না।

রোববার (৫ এপ্রিল) থেকে পোশাক কারখানা খুলে দেওয়ার খবরে রাস্তায় শ্রমিকদের উপচেপড়া এমন ভিড় দেখা গেছে।

দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা যাত্রীরা বলেন, আগামীকাল গার্মেন্টসসহ বেসরকারি অনেক প্রতিষ্ঠান খোলা থাকার কারণে চাকরি বাঁচানোর জন্য তাদের কর্মস্থলে যেতে হচ্ছে।

তারা বলেন, রাস্তায় গণপরিবহন না থাকার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিক্সা অথবা ভ্যানে করে শাহ আমানত সেতু পর্যন্ত আসতে হয়েছে। এরপর পায়ে হেটে সেতু পার হয়ে নগরীতে প্রবেশ করতেও দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, আগামীকাল রোববার পোশাক কারখানাসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকার কারণে যাত্রীদের শহরে যেতে হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন