২৬ অক্টোবর ২০২৫

শহীদজায়া মুশতারী শফীর মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

বাংলাধারা ডেস্ক »

একাত্তরের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, নারীনেত্রী ও সাহিত্যিক এবং উদীচী চট্টগ্রামের সভাপতি শহীদ জায়া বেগম মুশতারী শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শোক বার্তায় নওফেল বলেন, শহীদ জায়া বেগম মুশতারী শফী স্বামী মোহাম্মদ শফি ও তাঁর ছোট ভাই এহসান ১৯৭১ সালের এপ্রিলে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন। স্বামী ও ভাই হারানোর বেদনা বুকে নিয়ে মুক্তির সংগ্রামে তিনি যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তা ভুলে যাবার মতো নয়।

তিনি একাধারে একজন সাহিত্যিক, সম্পাদক, বেতার ব্যক্তিত্ব, উদ্যোক্তা, নারী নেত্রী, সমাজ সংগঠক এবং সর্বোপরি সাহসী যোদ্ধা ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রকৃত অসাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সর্বদা সোচ্চার মানুষ কে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন