১০ ডিসেম্বর ২০২৫

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রেজাউল

বাংলাধারা প্রতিবেদন »  

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রাপ্ত রেজাউল করিম চৌধুরী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও কাউন্সিলররা।

এ সময় রেজাউল করিম চৌধুরী বলেন, অমর একুশের এই প্রথম প্রহরে আমি সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আন্দোলন, সংগ্রাম ও জীবন বাজি রাখার মধ্য দিয়ে আমরা আমাদের ভাষাকে রক্ষা করেছি। বাংলা ভাষার মান-মর্যাদা অক্ষুণ্ন রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন