৬ নভেম্বর ২০২৫

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি »

নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে শহীদ মিনারে ফুল দিতে গিয়েও ফুল দেয়া হলো না কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহীদুল্লাহ’র (৫২)। শহীদ মিনার পৌঁছানোর আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার আত্মা পৌঁছে গেছে আল্লাহর দরবারে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মিছিলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

শহীদুল্লাহ উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক একাধিক বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং গুনগ্রাহী রেখেছেন। তাঁর মৃত্যুতে পেকুয়ার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। মাগরিবের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, বিজয় দিবস উদযাপনে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর ছয়টার দিকে উপজেলা সদরের চৌমুহনী এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পেকুয়া কলেজ মাঠের শহীদ মিনারে ফুল দিতে চৌমুহনী হতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলেন। শহীদ মিনারের কাছাকাছি পৌঁছানোর আগেই অকস্মাৎ একটি হাঁচি দিয়ে বুকে ব্যথা অনুভবের কথা বলেন শহীদুল্লাহ। তিনি ঢলে পড়ে যেতে চাইলে দলের দুজনকর্মী তাকে ধরে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। অন্য নেতা-কর্মী নিয়ে শহীদ মিনারে ফুল দেয়া সম্পন্ন করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুজিবুর রহমান বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে শহীদুল্লাহর। প্রথমে তাঁকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, শহীদুল্লাহ সুস্থ-সবল মানুষ ছিলেন। সবাই চৌমুহনী পৌঁছালে হেঁটেই সবার সঙ্গে শহীদ মিনারে যাচ্ছিলেন তিনিও। কিন্তু শহীদ মিনারে পৌঁছার আগেই থানা সড়কের মুখে পৌঁছে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে দ্রুত হাসপাতালেও নেয়া হয়। কিন্তু মৃত্যু কত যে নির্মম- কোন কথা আর বলতে দিলো না তাকে।

প্রয়াত শহিদুল্লার ছোট ভাই মাস্টার জাহেদুল্লাহ জানান, শুক্রবার মাগরিব নামাজের পরে টইটং উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শহীদুল্লাহ বিএ’র অকস্মাৎ মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ নেতাকর্মীরা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ