বিনোদন ডেস্ক »
সময় খুব একটা স্বস্তি দিচ্ছে না ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। গত বছর দেশে ফেরার পর থেকেই সমালোচনার হাত ধরে হাঁটছেন তিনি। পেশাগত জীবনেও নেই আশা জাগানিয়া কোনো খবর। এরইমধ্যে তার কাঁধে গরম নিশ্বাস ফেলছে ধর্ষণের অভিযোগ। এই প্রতিকূলতার মাঝেও তাকে যেন দুদণ্ড স্বস্তি দিল পুত্র বীরের জন্মদিন উদযাপনের মুহূর্ত।
মঙ্গলবার(২১ মার্চ) রাতে ছেলের জন্মদিন বেশ জমিয়ে পালন করলেন তিনি। উপস্থিত হয়েছিলেন মা-বাবা, বোন, ভগ্নীপতি ও তাদের ছেলে-মেয়ে সহকারে। অন্যদিকে বীরের মা বুবলীও সন্তানের পাশে ছিলেন হাস্যোজ্জ্বল। সব মিলিয়ে আনন্দ যেন গতরাতে ছিল শাকিবের হাতের মুঠোয়।
ওই মুহূর্তের কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন বুবলী। সেখানে দেখা গেছে, বীরকে কোলে নিয়ে জন্মদিনের কেক কাটছেন মা বুবলী। তার পাশেই রয়েছেন শাকিবের বাবা-মা। তারা বীরের কেক কাটতে শরিক হয়েছেন বুবলীর সঙ্গে। পাশেই দাঁড়িয়ে আছেন হাস্যোজ্জ্বল শাকিব। ক্যাপশনে বুবলী লিখেছেন, পরিবারের মূল্যবান কিছু মুহূর্ত।
বীরের চতুর্থ জন্মদিন উদযাপনের ছবিগুলো দেখতে বুবলীর পোস্টে মৌমাছির মতো ভিড় জমিয়েছেন অনুরাগীরা। মন্তব্যের ঘর ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও শুভকামনায়। সেইসঙ্গে শাকিব-বুবলীকে এক ফ্রেমে দেখেও বেশ খুশি তারা। সেই অনুভূতিও প্রকাশ করেছেন দুই তারকার ভক্তরা।
২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব- বুবলী। বীরের জন্মও হয় গোপনে। গত বছরের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে বীরের বিষয়টি সামনে আনেন বুবলী। এরপর ৩০ সেপ্টেম্বর সকালে এই অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পরই সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানান, শেহজাদ খান বীর তার পুত্র।