ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে গত বছরের মাঝামাঝি সময়ে তা নতুন মাত্রা পায়, যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়—শাকিব খানের পরিবারের পক্ষ থেকে চিকিৎসক পাত্রীর খোঁজ চলছে। এরপর থেকেই আলোচনায় উঠে আসে চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাতের নাম।
প্রথমে সরাসরি কিছু না বললেও মিষ্টি জান্নাত একাধিকবার এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা গুঞ্জনকে আরও ঘনীভূত করেছে। তার ভাষায়—
“বিবাহিত কাউকে আমি বিয়ে করব না। আবার ভালো লেগে গেলে করতেও পারি, কিছু বলা যায় না। এটা সময় বলবে।”
এ ধরনের রহস্যময় মন্তব্যে ভক্ত-অনুরাগীরা দ্বিধায় পড়েন।
আর এবার যেন সেই গুঞ্জনের পালে নিজেই হাওয়া দিলেন মিষ্টি জান্নাত। নিজের ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যায় তারা একটি বিমানের ভেতরে পাশাপাশি বসে আছেন। ছবিতে যা চমক দিয়েছে তা হলো ক্যাপশন— যেখানে লেখা হয়েছে তিনটি লাভ সাইন (❤️❤️❤️) এবং দুবার “Love” শব্দ।
এতেই শুরু হয়েছে নতুন করে আলোচনা। অনেকেই ধারণা করছেন, তৃতীয় বিয়ের ইঙ্গিত দিতেই তিনটি লাভ সাইন ব্যবহার করেছেন তিনি। কেউ কেউ তো সরাসরি মন্তব্য করেছেন—“শাকিব খানের তিন নম্বর বউ বুঝি মিষ্টি জান্নাত!” অনেকে আবার শুভকামনাও জানিয়েছেন এই সম্ভাব্য জুটিকে।
যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত শাকিব খান কিংবা মিষ্টি জান্নাত কেউই প্রকাশ্যে কিছু বলেননি।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি নিয়মিত অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পেশাদার দন্ত্য চিকিৎসক (ডেন্টিস্ট)।
এখন দেখার বিষয়—শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে কি না, নাকি শিগগিরই আসবে এই আলোচিত সম্পর্ক নিয়ে চূড়ান্ত কোনো ঘোষণা।