রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন গ্রামে শ্রীকৃষ্ণ সংঘ’র উদ্যোগে গত ২৬ জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা উদ্বোধন হয়।
অনুষ্ঠানে ছিল অঞ্জলি প্রদান, পিঠা উৎসব, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, মনীষীদের জীবনী পাঠ প্রতিযোগিতা, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, ধর্মীয় সভা, ভাগবতীয় লীলা স্মরণ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, পুরস্কার প্রদান । উদ্বোধনী দিনে শান্তিনিকেতন রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য নীতিশ চক্রবর্তীর সভাপতিত্বে ও রাহুল দত্তের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য অভিজিৎ কুমার দে (অভি), কৃষ্ণ উদয়ন মন্দির কমিটির অর্থ সম্পাদক শিবু প্রসাদ দে প্রমুখ। সভা শেষে স্থানীয় কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী, সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে স্থানীয় শিশুশিল্পী প্রাচুর্র্য দে, শ্রাবন্তী দে-সহ কৃতী শিশুকিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি












