বোয়ালখালী প্রতিনিধি»
বাঙালি সংস্কৃতির আপন ঐতিহ্যকে বুকে ধারণ করে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।
শান্তির অন্বেষায় নববর্ষকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা আকতারের সভাপতিত্বে অনুষষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম।

কৃষিবিদ মো. আতিক উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম, পল্লী বিদ্যুৎ সমিতি-১ বোয়ালখালী জোনাল ম্যানেজার মো. এমরান গণি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী।
বক্তারা বলেন বাঙালি হিসেবে আমরা বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পয়লা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই জাতিসত্বা এবং বাঙালিয়ানার আপন সংস্কৃতি নতুন করে উজ্জীবিত হয়। অন্য দিকে মনের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব।
এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বোয়ালখালী প্রাথমিক শিক্ষক পরিবার। শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।