শান্তি চুক্তি স্বাক্ষরের ২৮ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় আনন্দ র্যালি, আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার আশিকুর রহমান আশিক এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। এছাড়া স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আশিকুর রহমান আশিক বলেন, “শান্তি চুক্তির এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা পাহাড়ে বিদ্যমান সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করব। পাহাড়ে অবৈধ অস্ত্র ও মাদকের উৎপত্তি নির্মূলে সেনাবাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে। আলীকদমবাসীকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পাহাড়ে কোনো অস্থিতিশীলতা তৈরি না হওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সেনাবাহিনী কারও ব্যক্তিগত বাহিনী নয় এটি দেশের সকল মানুষের বাহিনী। প্রশাসনের ঊর্ধ্বে গিয়ে কেউ একক আধিপত্য বিস্তার করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে।”
বিশেষ অতিথি মনজুর আলম তার বক্তব্যে বলেন, “শান্তি চুক্তির সুফলে পাহাড়ে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলীকদমে পাহাড়ি-বাঙালি মিলেমিশে যে ভ্রাতৃত্ব বজায় রেখেছেন, তা একটি ইতিবাচক ইতিহাস। ভবিষ্যতেও এভাবেই সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানাই।”
আয়োজনের শেষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়, যা দিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।













