২৩ অক্টোবর ২০২৫

শান্ত-মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে দিনের শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা, কিন্তু দিনশেষে দৃশ্যপট পাল্টে দেন দুই অভিজ্ঞ ব্যাটার—নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপের মুখে পড়া বাংলাদেশকে জোড়া সেঞ্চুরিতে টেনে তোলেন তারা।

মঙ্গলবার (১৭ জুন) টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান। শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

অধিনায়ক শান্ত তার ৫৮ ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক—প্রায় দেড় বছর পর পাওয়া এই সেঞ্চুরি এসেছে দলের বিপর্যয়ের মুহূর্তে। অন্যদিকে মুশফিকুর রহিম ৯ মাস পর ফিরে পেয়েছেন শতকের স্বাদ—এটি তার ১২তম টেস্ট সেঞ্চুরি।

চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ২৪৭ রানের জুটি টেস্টে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ও সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ পার্টনারশিপ। তাদের দৃঢ়তায় প্রথম দিনের শেষে শক্ত অবস্থানে টাইগাররা, দ্বিতীয় দিনে দাপট ধরে রাখার স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

দিনের শুরুটা অবশ্য ছিল হতাশার। টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ মাত্র ৫ রানে হারায় প্রথম উইকেট। এরপর স্কোরবোর্ডে ৪৫ রান তুলতেই ফিরে যান আরও দুই ব্যাটার।

আসিথা ফার্নান্দোর বলে শূন্য রানে ফেরেন এনামুল হক বিজয়। থারিন্দু রত্নায়েকে মুমিনুল হক (২৯) ও সাদমান ইসলাম (১৪)-কে আউট করে বাংলাদেশকে বড় ধাক্কা দেন।

তবে এরপর শান্ত ও মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা।

এদিন অসুস্থতার কারণে মাঠে নামেননি মেহেদী হাসান মিরাজ। ফলে বাংলাদেশের একাদশে খেলেছেন সাত ব্যাটার, দুই পেসার ও দুই স্পিনার। শ্রীলঙ্কার একাদশে অভিষেক হয়েছে লাহিরু উদারা ও থারিন্দু রত্নায়েকের। পাশাপাশি এটিই অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট।

বাংলাদেশ একাদশ: সাদমান, এনামুল হক বিজয়, শান্ত (অধিনায়ক), মুমিনুল, মুশফিক, লিটন (উইকেটরক্ষক), জাকের আলি, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।
শ্রীলঙ্কা একাদশ: নিশাঙ্কা, লাহিরু উদারা, চান্দিমাল, ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিলশান মাদুশঙ্কা, থারিন্দু রত্নায়েকে, প্রাভীন জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।

 

বাংলাধারা/এফইএমএফ

আরও পড়ুন