২৪ অক্টোবর ২০২৫

‘শায়লা’কে ভালোবাসার প্রতিদানে উপহার ঘোষণা মিথিলার

বিনোদন প্রতিবেদক »

ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ইতিমধ্যেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে অ্যালেন স্বপন (নাসির উদ্দিন খান) ও শায়লা (রাফিয়াথ রশিদ মিথিলা) ইতোমধ্যেই সবার মন জয় করে নিয়েছেন। শিহাব শাহীনের পরিচালনায় সিরিজটি মুক্তির পরই ছিল আলোচনায়। আর এই সিরিজে বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

এদিকে ‘শায়লা’কে এতো ভালোবাসা দেয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন মিথিলা। শুধু তাই নয়, যারা এই শায়লাকে ভালোসেন কিংবা ভালোবাসা দিয়েছেন তাদের জন্য উপহারও দেয়ার ঘোষণা দিলেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে নিজের ফেসবুক পেইজে এমন ঘোষণা দেন রাফিয়াথ রশিদ মিথিলা।

তিনি পোস্টে লিখেছেন, ‘শায়লাকে এতো ভালোবাসা দেয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’কে অগণিত ভালোবাসা দেয়ার জন্য। আর এই ভালোবাসা ফিরিয়ে দিতে আপনাদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি উপহার।’

‘MITHILA25 প্রোমো কোডটি ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে চরকি সাবস্ক্রিপশন করলেই পাবেন ২৫% ছাড়। ৫ মে অর্থাৎ আগামীকাল রাত ১২ টার মধ্যেই কোডটি ব্যবহার করতে হবে।’— লিখেন মিথিলা।

তিনি আরও লিখেন, ‘তাই আর দেরি না করে এখনই নিয়ে নিন চরকির সাবস্ক্রিপশন আর দেখে ফেলুন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।’

উল্লেখ্য, চট্টগ্রামের ইয়াবা সম্রাট থেকে সিন্ডিকেটের মানি লন্ডারিংয়ের মূল হোতা হয়ে ওঠার জার্নি উঠে দেখানো হয়েছে এই সিরিজে। ৬ পর্বের এই সিরিজে নাসির উদ্দিন খান-মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন সুমন আনোয়ার, রফিকুল কাদের রুবেল, শিমলা, আবদুল্লাহ আল সেন্টু, আনিসুল হক বরুণ প্রমুখ।

আরও পড়ুন