২৪ অক্টোবর ২০২৫

শাহজালালে ৬ কেজি স্বর্ণ জব্দ

বাংলাধারা ডেস্ক »

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৫ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউস। উদ্ধার হওয়ার স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

বুধবার (৩০ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল পৌনে ৯টার দিকে মাসকাট থেকে আগত বিমানের বিজি-০২২ ফ্লাইটের সিট নং-২২ সি-এর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ৫ কেজি ৮০০ গ্রাম।

এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

সূত্র : জাগো নিউজ

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন