বাংলাধারা ডেস্ক »
শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) সকালে মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১১টায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। তিনি স্কুল প্রাঙ্গণে দুটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, পরিবেশ রক্ষায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আগামীতেও এ ধরণের মহতি উদ্যোগ নেয়ার জন্য তিনি অনুরোধ জানান। পাশাপাশি ইতিপূর্বে মীরসরাই কলেজ ক্যাম্পাসে এবং এস রহমান আইডিয়াল স্কুল প্রাঙ্গনে অভিন্ন কর্মসূচি পালন করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক শারফুদ্দীন কাশ্মির, শাহ্জালাল ইসলামী ব্যাংক মীরসরাই শাখার ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম, ডেপুটি ম্যানেজার জিয়াউল হক জিল্লু, অভিভাবক দিদারুল আলম, ইকবাল বাহার চৌধুরী এবং স্কুলের বিভিন্ন বিভাগের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
কর্মসূচিতে স্কুল প্রাঙ্গনে ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক চারা বিতরণ করা হয়।













