২৩ অক্টোবর ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ২০ ঘণ্টা পরও ধোঁয়া, উদ্ধারকাজ অব্যাহত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পার হলেও এখনো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের দুই পাশ থেকে পানি দিতে দেখা গেছে।

এদিন বিমানবন্দরের সামনে মানুষের ভিড় দেখা গেছে। তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা বলেন, এখনো উদ্ধারকাজ চলছে।

এর আগে শনিবার দুপুর সোয়া ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে ৩টা থেকে ফ্লাইট স্থগিত করা হয়, যা রাত ৯টা থেকে আবার চালু হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টার পর দুবাই থেকে আসা একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ ও দায়ীদের চিহ্নিত করে সুপারিশ প্রদান করতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে এনবিআর।

এদিকে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এর পেছনে নাশকতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন