৮ ডিসেম্বর ২০২৫

শাহ আমানতে খেলনার গাড়িতে মিলল ১০টি স্বর্ণের বার

বাংলাধারা প্রতিবেদক »

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা এক যাত্রীর লাগেজের ভেতর খেলনা গাড়িতে লুকানো ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) কাস্টম হাউস চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট মোহাম্মদ সাজ্জাদ হোসাইন নামের এক যাত্রীর লাগেজ স্ক্যান করলে বিষয়টি ধরা পড়ে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সালাউদ্দিন রিজভী বলেন, সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিজি ৪১৩৬ নামের বিমানের যাত্রী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের লাগেজ করে খেলনা গাড়ি রক্ষিত লিথিয়াম ব্যাটারি কার্বনের মাঝে কালো রঙ্গের অবস্থায় উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন