২৪ অক্টোবর ২০২৫

শাহ আমানতে গাড়ির চাকায় মিললো ৪৬ স্বর্ণের বার

বাংলাধারা প্রতিবেদক »

বন্দর নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে স্বর্ণের চালান বন্ধ হওয়া যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। এবার ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দরের দায়িত্বরত এনএসআই টিম।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দরে একটি গাড়ির চাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এসময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয় যার মধ্যে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, ‘বিমান বন্দরে দায়িত্বরত এনএসআই টিম ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। এগুলো কাস্টসমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

চট্টগ্রাম কাস্টমস হাউসের বিমান বন্দর শাখার ডেপুটি কমিশনার এইচ কবির বলেন, ‘স্বর্ণের বার উদ্ধার হওয়ার বিষয়ে তিনি অবগত হয়েছেন।’ কাস্টমস হাউসে হস্তান্তর করার পর তিনি বিস্তারিত বলতে পারবেন বলে জানান।

আরও পড়ুন