২৪ অক্টোবর ২০২৫

শাহ আমানতে পরিত্যক্ত ব্যাগে ১৮ লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে একটি এয়ারক্রাফট থেকে ১৮ লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-152 ফ্লাইটের একটি পরিত্যক্ত ট্রলি ব্যাগ থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করেন এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা।

উদ্ধারকৃত ৯৫টি মোবাইল ফোনের মধ্যে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের এবং ৪৬টি নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন। এসব মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, উদ্ধারকৃত মোবাইলগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই উদ্ধার অভিযানের মাধ্যমে আনুমানিক ১৮ লাখ ৩০ হাজার টাকা রাজস্ব আয় নিশ্চিত হয়েছে।

আরও পড়ুন