বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।
শনিবার (১২ নভেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামে।
বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম।’
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র : বিডিনিউজ