বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ৩ যাত্রীর প্যান্টের বেল্ট বকলেসে বিশেষ কায়াদায় লুকানো ৯টি স্বর্ণের বার ও ব্যাগেজ থেকে ২৪০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে।
বৃহষ্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে এসব পণ্য উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমস হাউসের দায়িত্বরত কর্মকর্তারা।
কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৮ ফ্লাইটে সকাল ১০ টায় দুবাই থেকে তিনজন যাত্রী চট্টগ্রামে আসেন। এসময় তাদের গতিবিধি সন্দেহজনক হলে কাস্টমস কর্মকর্তারা তাদেরকে চ্যালেঞ্জ করে। পরে তারা বিশেষ কায়দায় বেল্টের বকলেসে লুকিয়ে রাখা মোট ১ হাজার ৫৩ গ্রাম ওজনের ৯ স্বর্ণের বার বের করে দেয়। এরপর তাদের ব্যাগেজে তল্লাশি করে ২৪০ কার্টন মন্ড ব্যান্ডের সিগারেট পাওয়া যায়।
এ ব্যাপারে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম