১৬ ডিসেম্বর ২০২৫

শাহ আমানতে যাত্রীর ব্যাগে মিললো শেভিং ব্লেড রেজার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে শেভিং ব্লেড রেজার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।

সোমবার সকালে কলকাতা থেকে স্পাইস জেট এয়ারলাইনসের এস জি-৭৩ ফ্লাইটের সুলতান আহমদে নামে এক যাত্রীর ব্যাগ থেকে মোট ১ হাজার ২ পিস শেভিং ব্লেড রেজার জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়,ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং এর সময় কার্টনের মধ্যে বিশেষ অবস্থায় লুকানো ছিল ব্লেড রেজারগুলো। জব্দকৃত রেজার গুলোর মধ্যে ৮১৮ পিস জিলেট ব্র্যান্ডের, যেগুলো পুরুষরা ব্যবহার করে থাকেন। আর বাকি ১৮৪ পিস মহিলাদের সিম্পলি ভেনাস ব্লেড রেজার।

কাস্টমস কর্মকর্তারা জানান, আটক পণ্যসমূহ কোনভাবেই ব্যাগেজ ঘোষণায় আমদানিযোগ্য নয়।এগুলো অবৈধ পন্থায় আমদানির মাধ্যমে প্রায় ৩ লাখ টাকার অধিক রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।এই বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে এবং পণ্যগুলো বাজেয়াপ্তকরণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাস্টোডিয়ান শাখা বরাবর প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ