বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মােরশেদ আলম নামে এক যাত্রীর কাছ থেকে ২টি স্বর্ণের বার ও ২৪০ কার্টন বিদেশী সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টায় এসব পণ্য উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটের যাত্রী মোরশেদ আলমের বেগ তল্লাশিকালে ইজি লাইট ব্রান্ডের ২৪০ কার্টন সিগারেট ও ২৪ ক্যারেটের ২টি স্বর্ণের বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণ বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। কাস্টমস আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।
বাংলাধারা/এফএস/টিএম













