৮ ডিসেম্বর ২০২৫

শাহ আমানতে ৮১৪ কার্টন সিগারেটের চালান জব্দ, আটক ৩ যাত্রী

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইজি  ব্রান্ডের ৮১৪ কার্টন  সিগারেট জব্দ করেছে  কাস্টম হাউসেরকর্মকর্তারা।

বুধবার (২৮ আগস্ট) সকাল ৭টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন যাত্রী  থেকে এগুলো জব্দ করা হয় । যাত্রীরা হচ্ছে, আবদুল কাদের মোল্লা, মো. ইয়াসিন ও মো. আসাদ । তাদেরকে সাময়িকভাবে আটক করা হয়েছে।

কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল গণমাধ্যমকে  জানান, ঘোষণা বহির্ভূত ‘ইজি’ ব্রান্ডের সিগারেটের একটি চালান আটক করা হয়েছে। প্রতি কার্টনে ২০০ শলাকা সিগারেট রয়েছে। আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২১ হাজার টাকা।

প্রসঙ্গত:  সোমবার (২৬ আগস্ট) একই ফ্লাইটে আসা ৫৪৭ কার্টনে আনা ১ লাখ ৯ হাজার ৪০০ শলাকা সিগারেট ও ২০টি মোবাইল সেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন