বাংলাধারা ডেস্ক »
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ২৮টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ মে) দুপুরে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান।
স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজে ধাতব বস্তুর অস্তিত্ব দেখা গেলে তাকে চ্যালেঞ্জ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে