২৭ অক্টোবর ২০২৫

শাহ আমানত বিমানবন্দরে ২৪ স্বর্ণবারসহ শারজাহ ফেরত যাত্রী আটক

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণবারসহ শারজাহ ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই।

ওই যাত্রীর নাম আতিক উল্লাহ। তিনি চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে অভিযান চালিয়ে ওই যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি টাকারও বেশি। এছাড়া জব্দ করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।

কাস্টমস সূত্র জানায়, মোহাম্মদ আতিক উল্লাহ এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে ( G9-522) শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে বিমানবন্দরের ইমিগ্রেশন লাউঞ্জে তাকে আটক করা হয়। আতিক উল্লাহ সুকৌশলে কোমরের বেল্টের ভেতরে লুকিয়ে স্বর্ণবারগুলো পাচারের চেষ্টা করছিলেন।

আরও পড়ুন