১৮ ডিসেম্বর ২০২৫

শাহ আমানত সেতুর মুখে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানা এলাকার টোল প্লাজার পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. ফরিদ (৪৫)। তিনি পটিয়া উপজেলার হরিংখাইন গ্রামের বাসিন্দা। জানা গেছে, চট্টগ্রাম নগরীর চাক্তাই থেকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৪২৯৬) সামনে থাকা একটি মোটরসাইকেল ও একটি মাহিন্দ্রা টেক্সিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে পড়ে এবং চালক বাসের নিচে চাপা পড়েন।

ঘটনাস্থলেই মো. ফরিদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাহিন্দ্রা টেক্সিতে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ