বাংলাধারা প্রতিবেদক »
চট্টগ্রামের সবচেয়ে পুরনো ফুটবলের আসর ইস্পাহানি চট্টগ্রাম মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগের ৩৩তম আসরের ফাইনালে ০-১ গোলে শিকলবাহা স্পোর্টিং একাডেমিকে হারিয়ে বিজয়ের মুকুট মাথায় পড়েছে রামপুর একাদশ।
সোমবার (৪ জুলাই) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইন খেলার মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলায় রামপুর একাদশের খেলোয়াড় রায়হান সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের ম্যানেজিং ডিরেক্টর মির্জা শাকির ইস্পাহানী।
উল্লেখ্য, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এই পাইওনিয়ার লিগের স্পন্সর করছে ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজ। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৩০ বছর এই লিগের পৃষ্ঠপোষকতা করে আসছে।