২৫ অক্টোবর ২০২৫

শিক্ষকদের করা অপমানে  ছাত্রীর আত্মহত্যা

বাংলাধারা ডেস্ক »

ফেনীর দাগনভূঞায় শিক্ষকেরা অপমান করায় ফারজানা আক্তার (১৪) নামে ৮ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থী পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের আমুভূঞারহাট হাছানিয়া দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণিতে পড়ত। সে রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন ওই ছাত্রীকে দুদিন ধরে তার অভিভাবককে নিয়ে আসার জন্য বলছিলেন। তার বাবা চাকরির সুবাদে ঢাকা ও মা অসুস্থ থাকায় মাদ্রাসায় যেতে পারেননি।

আজ বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী মাদ্রাসায় গেলে মাদ্রাসা সুপার মাওলানা বেলাল হোসেন, সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞা তাকে বকাঝকা করেন এবং ক্লাস থেকে বের করে দেন। সে তখন বাড়ি ফিরে আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনা সম্পর্কে জানতে সহকারী শিক্ষক মো. আলমগীর ও গিয়াস উদ্দিন মিঞার মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করা হলে দুজনের নম্বরই বন্ধ পাওয়া যায়।

দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ করে করলে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন