২৯ অক্টোবর ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে প্রশ্ন

বাংলাধারা প্রতিবেদন »  

বিশ্বব্যাপী ভয়ঙ্কর এক পরিস্থিতি। দেশে দেশে বাঁচার লড়াই। করোনাভাইরাস নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা সর্বত্র। ইউরোপ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পুরো ইতালিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বাংলাদেশে এখন পর্যন্ত তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। করোনা মোকাবিলায় বাংলাদেশও এরমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। বিমানবন্দরগুলো স্ক্যানিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসমাগম হয় এমন অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মুজিববর্ষের বিভিন্ন অনুষ্ঠানেও আনা হয়েছে পরিবর্তন।

স্বাধীনতা দিবসে সারা দেশে সমাবেশ ও কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে।তবে রাজধানীসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো খোলা রয়েছে। এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি বলে সংশ্লিষ্টরা বলেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক বেশ কিছু উদ্যোগও নেয়া হয়েছে। তবে এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ কমছে না।

অনেক অভিভাবকই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সমাগম হচ্ছে। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কিছু দিনের জন্য বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। বলেছেন, বিশ্বজুড়ে যেখানে করোনা প্রতিরোধে নানা পন্থা অবলম্বন করা হচ্ছে সেখানে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কেনো শিক্ষার্থীদের অনিরাপদ করে রাখা হচ্ছে? কোনো কোনো অভিভাবক এরইমধ্যে নিজ সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন