বাংলাধারা ডেস্ক »
প্রাণঘাতী করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বর্তমানে পৃথিবীর ১০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৫৬ জন। তবে এখন পর্যন্ত ৬২ হাজার ২৭৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যে বাংলাদেশে ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনার পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হবে কিনা, সে বিষয়ে আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকালে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৯ মার্চ) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, করোনাভাইরাস সম্পর্কে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআরের মতামত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো এখনও পরিস্থিত তৈরি হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানানো হয়।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার (৯ মার্চ) থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশটির সব বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়সহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া দেশটির পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেয়া হয়েছে। সৌদি আরবে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১১ জন রোগী শনাক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (৮ মার্চ) দেশে প্রথমবার তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এই দুজন পুরুষ সম্প্রতি ইতালি থেকে বাংলাদেশে এসেছেন। আক্রান্তদের দুজনের বাড়ি নারায়ণগঞ্জ ও একজনের মাদারীপুর। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। আক্রান্ত একজনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং দুজনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া আরও দুই ব্যক্তিকে সন্দেহজনক হিসেবে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম













