ঢাকায় উচ্চশিক্ষার সুযোগ ও নিয়োগসহ চার দফা দাবিতে লংমার্চে নামা ম্যাটস শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চট্টগ্রামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়।
এর আগে রবিবার উচ্চশিক্ষার সুযোগ, কমিউনিটি মেডিকেলে নিয়োগসহ চার দফা দাবিতে লংমার্চ নিয়ে ঢাকার শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে রওনা দেন শিক্ষার্থীরা। তবে তারা শিক্ষাভবনের সামনে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন।
এসময় বাধা উপেক্ষা করে এগোনোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়াও ঘটে।
তাদের চার দফা দাবি হচ্ছে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি ।
কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা ।
প্রস্তাবিত ‘অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান।