৭ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের নানান বিষয়ে দক্ষতা নিতে হবে: শিক্ষা উপমন্ত্রী

লোহাগাড়া প্রতিনিধি »

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বাংলাদেশ সুন্দরভাবে বিগত ১৩ বছর শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হওয়ার কারণে একটা নিরাপদ পরিস্থিতি, স্থিতিশীল সমাজ এবং অর্থনীতি থাকায় আমরা সবাই আজকে খেয়ে-পরে বেঁচে আছি। কিন্তু সবাই আমরা আজকে যদি আগামীর প্রজন্মের কথা চিন্তা করি তাহলে সবচাইতে বড় বিনিয়োগ হবে আমাদের শিক্ষা, আমাদের দক্ষতায় বিনিয়োগ দরকার।

শনিবার (৭ মে) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্মিত ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণীতে পাঠদানের অনুমতি প্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদেরকে বলতে হবে— তাদেরকে মাঠে-ময়দানে অবশ্যই কাজ করতে হবে। আমরা জেন্টলম্যান হলে চলবে না। এদেশের অর্থনীতি শ্রমিকের হাতে, কৃষকের হাতে। আমরা যারা আছি তাদের হাতে অর্থনীতি একটা পর্যায়ে চলে। কিন্তু দক্ষতা আমাকে নিতে হবে। আমরা যতই শিক্ষিত হই না কেন নানান বিষয়ে দক্ষতা নিতে হবে। তাই শিক্ষকদের বুঝাতে হবে কোনো কাজকে ছোট মনে না করে শিক্ষার্থীদের নানান বিষয়ে দক্ষতা নিতে হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, স্থানীয় সাংসদ অধ্যাপক ড.আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হন), কক্সবাজার ১ আসনের সাংসদ জাফর আলম, নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ জাবের, আবদুল্লাহ মোহাম্মদ জোবায়ের, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং অধ্যাপক মো. আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান, ওসি মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, রয়েল টেক্সটাইল এর স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অনুষ্ঠানের সমন্বয়ক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ