১ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে নিতে সরকার প্রস্তুতি নিচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাধারা ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সে জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রী গণভবন থেকে জাতীয় প্রতিরক্ষা কোর্স-২০২০ এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্স-২০২০ এর স্নাতক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু করবে। আমরা সে লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। সূত্র: ইউএনবি

মহামারির মধ্যে শিশুদের অনলাইন ও টেলিভিশনে পাঠদানের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার করোনাভাইরাসের জন্য স্কুল খুলতে পারছে না তাই অনলাইন ও টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। তারপরও বাচ্চারা যদি স্কুলে যেতে না পারে এটা তাদের উপরে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়। যখন আমরা প্রস্তুতি নিলাম স্কুলটা খুলব, তখনই কোভিডের দ্বিতীয় ধাক্কটা আসলো।

অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন