বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ছাত্রলীগ আমাদের ভালবাসার সংগঠন। এ ছাত্রলীগ ভাষা আন্দোলন, স্বাধীনতা, গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের গৌরবময় ইতিহাসের অনিবার্য অংশ।
তিনি আরো বলেন, মেধাবী ছাত্ররাই এ সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছে। জাতীয় প্রয়োজনে ছাত্রলীগই সবসময় মানুষের কল্যাণে এগিয়ে আসে। অনুপ্রবেশকারী ও সুযোগ সন্ধানীরা এ সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য নানা অপতৎপরতা চালাচ্ছে। আমাদেরকে এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। কল্যাণমূখী ছাত্রবান্ধব ও জনস্বার্থ সংশ্লিষ্ট কর্মকান্ডে ব্যাপৃত হয়ে ষড়যন্ত্রকারীদের অপতৎপরতার জবাব দিতে হবে।
উল্লেখ্যা ৭ অক্টোবর (বুধবার) এম. রেজাউল করিম চৌধুরীর নিজ বাসভবনে চান্দগাঁও থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় কালে এসব কথা বলেন।
চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ, সাধারণ সম্পাদক শহীদুল আলম, সহ-সভাপতি আব্দুল হাকিম ফয়সাল, আবু সাঈদ মুন্না, যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/ইরা













