চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল বলেছেন, ‘শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিক। আওয়ামী লীগ সরকার শিক্ষালয়ে আধুনিক একাডেমিক ভবন নির্মাণ, প্রযুক্তির সংযোজনসহ শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন সাধন করেছে। বছরের প্রথম দিনে পাঠ্যবই উপহার ও উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করছে।’
সোমবার (১৮ মার্চ) বিকেল ৩টায় বোয়ালখালী পৌর সদরের পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস, শিক্ষক জোহরা বেগম, মো. লোকমান হাকিম, সুলতানা তাহমিনা ইয়াছমিন, সৈয়দা রোকসানা, মাধবী বড়ুয়া, নাসরিন সুলতানা, লাকী বড়ুয়া, শফিকুল হক, আওয়ামী লীগ নেতা এইচএম আফতাব খান, শফিউল আজম ও যুবলীগ নেতা দেলোয়ার হোসেন।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.রফিকুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী রেজাউল করিম জানান, একাডেমি ভবনের ৪ কক্ষ বিশিষ্ট ২য় ও ৩য় তলা উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। এ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা।













