২৬ অক্টোবর ২০২৫

‘শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে বর্তমান সরকার’

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ বলেছেন, ‘শিক্ষকদের মান উন্নয়নসহ শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে বর্তমান সরকার। এই সরকারের আমলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন হয়েছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশের শিক্ষার্থীদের বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন বই প্রদান করছেন। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে।’

মঙ্গলবার (১৭ অক্টোবর ) সকাল ১০টায় চট্টগ্রামের বোয়ালখালীতে উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন ও মা সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে ও শিক্ষকদের মর্যাদার ব্যাপারে সচেষ্ট রয়েছেন। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক এমদাদ হোসেনের সঞ্চালনায় সভয় আরও বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মো: এমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল প্রমূখ।

আরও পড়ুন