২৪ অক্টোবর ২০২৫

শিথিলের প্রথম দিনে ফটিকছড়িতে জমজমাট পশুর হাট

সীরাত মঞ্জুর, ফটিকছড়ি প্রতিনিধি »

আসন্ন ২১শে জুলাই মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে লকডাউন শিথিল করা হয়েছে। প্রথম দিনেই জমে উঠেছে ফটিকছড়ির বিবিরহাট বাজারে জমে উঠেছে কোরবানি পশুর হাট। বাজারে উঠেছে বিভিন্ন প্রজাতির গরু, মহিষ, ছাগল। বেচা বিক্রি সন্তোষ জনক না হলেও পর্যাপ্ত পরিমাণে পশু বাজারে তুলা হয়েছে ।

সরেজমিনে দেখা যায়, ফটিকছড়ির সবচেয়ে বড় বাজার বিবিরহাটে গৃহস্থ ও ব্যাপারিরা পর্যাপ্ত পরিমাণে বাজারে পশু তুলেছেন। সর্বোচ্চ ২ থেকে ৩ লক্ষ টাকা মূল্যের গরু বাজারে আনা হয়েছে।

তবে বাজারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ক্রেতা-বিক্রেতাদের অনেকে মুখে মাস্ক পরিধান করেনি। নিরাপদ দূরত্বে থাকার বালাই নেই।

এদিকে বাজারে ক্রেতা বিক্রেতার চেয়ে দর্শনার্থীর ভিড় বেশি। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর উপস্থিতি থাকলেও পুলিশ ও উপজেলা প্রশাসনের তদারকি তেমনটা লক্ষ্য করা যায়নি।

মুন্সি মিয়া নামের এক ব্যাপারি বলেন, কোরবানী উপলক্ষে বাজারে ১৫টি গরু তুলেছি। কিন্তু ক্রেতা তেমন একটা নেই। ক্রেতারা পর্যাপ্ত মূল্য না দেয়ার এখনো কোন গরু বিক্রি করতে পারিনি।

রফিক নামের এক বিক্রেতা বলেন, বাজারে গরু এনেছি। বিক্রিও করেছি দুইটি। তবে তেমন দাম পাইনি।ক্রেতার উপস্থিতি অন্য বছরের চেয়ে কম।

কামরুল হাসান নামের এক ক্রেতা বলেন, অন্য বছরের চেয়ে বাজেট একটু কম। হাটে এসেছি গরুর বাজার দেখতে। মনে হচ্ছে দাম একটু বেশি। ব্যাপারিরা এখনো গরু ছাড়ছে না।

এব্যাপারে ইজারদার আলমগীর আলম বলেন, বাজারে সার্বিক পরিস্থিতি মোটামুটি ভাল। বাজার এখনো জমে উঠেনি। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা হেন্টসেনিটাইজারের ব্যবস্থা করেছি। বাজারে মাইকিং করে মাস্ক পরিধান করতে ও নিরাপদ দূরত্বে থাকতে বলা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন