বিনোদন ডেস্ক »
নব্বইয়ের দশকের দর্শক নন্দিত অভিনেত্রী আফসানা মিমি এবং পরবর্তীতে বিজ্ঞাপন ও পরিচালনাতেও তার সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকে। জনপ্রিয় এই অভিনেত্রী এবার দায়িত্ব পেলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে।
জানা গেছে, ৩ বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে তাকে। বুধবার (১১ নভেম্বর) তার সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়েছে।
দায়িত্ব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করে আফসানা মিমি বললেন, ‘নাটক করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় নাটকের উন্নয়ন। কাজেই এই নিয়োগে সরকারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি ভীষণ খুশি। তবে অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করবো। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই।’
প্রসঙ্গত, আফসানা মিমি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দা মাহবুবা করিমকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিতে তিন বছরের জন্য নিয়োগের আদেশ জারি করেছে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারণ করতে হবে।
বাংলাধারা/এফএস/ওএস













